বাংলা আমার মায়ের দেশ
জনম থেকে জানি
সেই দেশকে জোর করে নিতে চেয়েছিল ওরা
শোষক পাকিস্তানি।


বাংলা মায়ের দামাল ছেলেরা
ভয় কর নি কভু
হাসতে হাসতে বাংলােকে রক্ষা করার জন্য
জীবন বির্সজন দিলেন তবু।


সংশপ্তক ছিলেন তারা
পিছু হাটে নি
শেখ মুজিবু নেতৃত্বে ছিল বলে
কেউ ভয় করে নি ।


শেখ মুজিবুরের নেতৃত্ব বাঙালিকে শোষকের কাছে থেকে
এনে দিল স্বাধীন বাংলা
বাংলাকে পাকিস্তানরা নিজের করে নিতে
বাঙালিকে করেছিল কত হামলা।


বাংলাকে রক্ষার জন্য যারা
দিয়ে গেল প্রাণ
সেই নাম গুলো আজ বাংলার ইতিহাসে
স্মৃতিপটে অম্লান ।