বিধাতা বাঙালিকে বাংলা দিয়েছে বর
চন্দ্র সূর্য বাংলায় আলো তাপ দিয়ে দেয় কর।


বাংলায় পাখি থাকে হর্ষে কররে গান  
গানের করে মুগ্ধ করে রাখে বাঙালির প্রাণ।


বাংলায় পদ্মা মেঘনা যমুনা নদী থাকে বহমান
পলির করে উর্বর করে বাংলাকে অম্লান।


বাংলায় থাকে নানান ধরনের গাছ
ফল ও ফুলের করে বাংলার থাকে বারো মাস।


বাংলায় থাকে নীল ধবল রঙের আকাশ
রুক্ষ প্রকৃতিতে বৃষ্টির করে বয়ে দেয় বাতাস।


বাংলায় জোনাকিরা থাকে
আন্ধার রাতে মিটমিট করে আলো জ্বালিয়ে রাখে।


বাংলায় থাকে কামার কুমার জেলে চাষা আর কুলি
শ্রম দিয়ে দেয় কর আর পবিত্র অঙ্গে লাগায় বাংলার ধূলি।