হে রাজন, হে ঋতু রাজন
হে বসন্ত, এসেছ তুমি ধরায়,
তোমার আগমনে দখিনা সমীরে
দোর খুলে যায়,
পত্র বিহীন বিটপীতে
কি পুষ্প শোভা পায়।
নির্মম রুষ্ঠ সমীরে ঝরে পড়ে
তরুলতার সাকুল্য পত্র,
বসন্তদূত গেয়ে যায় গান
সকাল বিকাল রাত্র।
হে বসন্ত, তুমি এলে প্রকৃতিতে
আম কাঁঠাল পুষ্প মুঞ্জরিতে  যায় ভরা,
একই দেশে থেকে একই জাতির সাথে
চল কেন দুই নিয়ম করে।
কেহ সাজে নব সাজে
কেহ বা পুরান,
কেহ বা আছে ফুলে ফলে
কেহ বা মলিনতা হারান।



রচনাকালঃ
১০/০৩/২০২০