মাত্রা বৃত্ত ছন্দ ৬+৬/৬+২


শিখে লেখাপড়া খেয়েছি যে ধরা
বেকার জীবন আজ,
ঘুরি পথে পথে জীবনের রথে
নাহি মেলে কোনো কাজ।


বেকার যে প্রাণ কষ্টের
সতত করতে হায়,
পরিজন নিয়ে কাঁদে মোর হিয়ে
খাবার নাহি যে পায়।


শিক্ষিত হয়ে সকলের তয়ে
হয়ে গেছি তবে বোঝা,
যুগল বন্দী জীবনে ফন্দি
চলা নাহি ভাই সোজা।


কাজের জন্য জীবনে তরায়
মেলে নারে ভালো জুড়ি,
মাতাপিতা বলে এরূপ তো চলে
সদা করো ঘোরা ঘুরি।


নাহি সুখ আর শান্তি আবার
কিভাবে চাও যে তবে,
কাজ ছাড়া কেহ করো নারে স্নেহ
এই না জীবন ভবে।


কাজ দিয়ে তাই ন্যায় নারে ভাই
করিবে জীবনে ভুল,
বাগানের ফুলে অলি দুলে দুলে
সঠিক পথেই মূল।


রচনাকালঃ
২৮/০৭/২০২১