বিদায়বেলা স্বামীর কোলে
মাথা রাখতে চাই
সুখের সাথী দুখের সাথী
তিনি ছিলেন তাই।


স্বামীর কোলে মরণে সুখ
অন্য কোথা নাই,
বিধির কাছে মোর মিনতি
এমন যেন পাই।


স্বামীই হলো মাথার তাজ
সব সুখের মূল,
জীবন মুখে জীবনে সব
ধরে দিতেন ভূল।


সাত জনমে বাঁধনে বাধা
স্বামীর সাথে মোর,
তাহার সাথে কাটুক গানে
সাত জনমে ভোর।


শেষে বিদায় নেবো যেদিন
আমি পৃথিবী থেকে,
মরণ তুমি দিয়ো আমায়
স্বামীর কোলে রেখে।


রচনাকালঃ
২৩/০৭/২০২১
৫+৫/৫+২