বিজয় তুমি
দুঃখিনী মায়ের করুণ চাহুনি
শোকাভিভূত বাবার আর্তনাদ,
ইজ্জত কেড়ে নেওয়া বোনের দীর্ঘশ্বাস,
পিতা হারা শিশুর করুণ আর্তচিৎকার
তুমি কালো অধ্যায়ের কষ্ট জর্জরিত দিন।


বিজয় তুমি
এক সাগর রক্ত বন্যা,
বাংলার ধ্বংস লীলার ভস্ম,
তুমি দুঃখের দিনে সুখের হাসি
বীরদের বীরত্বের সেই কবিতা।


বিজয় তুমি
নজরুলের সৃষ্টি সুখের উল্লাস,
রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা,
শহীদ জননী জাহানারা ইমামের
একাত্তরের দিন গুলি,
সুফিয়া কামালের একাত্তরের শোকাশ্রুর  
   কষ্টে জর্জরিত বেদনার ডায়েরি।


বিজয় তুমি
মহি মতি কামালের রক্তের বুদ্বুদ,
রায়ের বাজার বদ্ধ ভূমির পঁচা লাশের ঘ্রাণের
অন্তরালে লুকিয়ে থাকা বিষাদ আনন্দ।
বাংলার দীর্ঘ বেদনার রক্তাক্ত ইতিহাস,
রাজাকারদের দাঁত ভাঙা জবাব।
তুমি সাতই মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো
মুখরিত জ্বালাময়ী সেই ভাষণ,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবরণ,
বিজয় তুমি সাত কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ।



রচনাকালঃ
১৩/১২/২০২০