৪+৪/৪+২


অর্থের তরে জীবন যাদের
বিলাসিতার স্বভাব,
অর্থ কড়ি মাঝে তাহার
বিবেক বোধের অভাব।


বিলাসিতার নামান্তরে
জীবন করে পারি,
নানা পাপে পাপে তরে
আখের হবে ভারি।


মিতব্যয়ী হলে পরে
ভালো  হবে তবে,
সুখ উল্লাসে দুঃখ কাহন
আসবে তোমার যবে।


বিবেক জাগাও বোঝে তবে
ভালো মন্দের তরে
কুক্ষিগত করে না আর
অন্যের সম্পদ ঘরে।


মনুষ্যত্ব বৃদ্ধির জন্য
মেশো ভালোর সাথে,
একলা বসে ভাবো তুমি
এই না গভীর রাতে।


রচনাকালঃ
২৯/০৭/২০২১