৪+৪/৪+৪/৪+২


রিমঝিম রিমঝিম শব্দ মনে
গান গেয়ে যায় প্রতিক্ষণে
সাজে তরু লতা,
মেঘের সাজে নীল আকাশে
জোয়ার আসে ওই বাতাসে
বলি নানা কথা।


গুড়গুড় গুড় ওই মেঘের ডাকে
থেকে থেকে ব্যাঙে হাঁকে
জলের কলতানে,
গাছের ডালে পাখির বাসা
মনের ভিতর বহু আশা
উদাস করে গানে।


পরিস্কার সব গাছের পাতা
নব সাজে তরুলতা
বেশি লাগে ভালো,
মেঘ আড়ালে সূর্য হাসে
মেঘের সাথে আলো ভাসে
দূর করে সব কালো।


মেঘের ভেলা চড়ে খেলা
গগনে সব নীলের মেলা
মনে হয় ওই ছবি,
বর্ষাকালে নদের জলে
ছন্দ তোলে ওই কলকলে
কাব্য লেখেন কবি।


রচনাকালঃ
৩০/০৭/২০২১