ধরাতে বসন্তের আগমনে
গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান,
পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে
ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়,
বাসন্তী ফুলের সৌরভের কাছে,
মৌমাছির গুঞ্জন অজস্র।
পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট,
যখন কোকিল তার শাখে বসে গায়।
বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে,
রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার
পত্রের শোকে।


রচনাকালঃ
১০/০২/২০২১