৪+৪/৪+২


রাত্রিবেলায় চাঁদের আলো
ভীষণ লাগে ভালো,
চারিদিকটা অন্ধকারে
দেখায় শুধু কালো।


ছেলেবেলায় চাঁদের আলোয়
খেলা করতাম কত,
একটি জোনাক ধরার জন্য
পিছু ছুটতাম শত।


পুকুর জলে চাঁদের আলো
ঝিকিমিকি করে,
তার উপরে জোনাক পোকা
আলোর পথটা ধরে।


চাঁদের আলো ধরার বুকে
থাকে কিছু সময় ,
সন্ধ্যা বেলায় ঝিঁঝি পোকার
গানে ভরা মৃন্ময়।


চাঁদের মতো মিষ্টি মধুর
জিনিস নাই তো ভবে,
সূর্যের আলোর তাপদাহে
সব পোড়ায় যে তবে।


রচনাকালঃ
১৯/০৯ /২০২১