৪+৪/৪+২


দরিদ্র কয় ও ধনী ভাই
আছিস সুখে তোরা,
খাদ্য বিহীন উপোস থাকি
দরিদ্র যে মোরা।


সুখের সাথে তোদের কাটে
দিন যে কত ভালো,
দুখের সাথে জীবন কাটে'
কষ্ট ভীষণ কালো।


একটু খাদ্যের জন্য মোরা
কষ্ট করি কত,
মন খুশিতে নষ্ট করে
খাদ্য শত শত।


অট্টালিকার উপর বসে
মন খুশিতে হাসি,
নিত্য দিনে মোদের জন্য
খাদ্য পঁচা বাসি।


এভাবেই তো জীবন নদে
নৌকা বয়ে চলি ,
ও ধনী ভাই জীবন কষ্টে
সদা মোরা বলি ।  



রচনাকালঃ
০৭/০৭/২০২১