খেটে খাওয়া মানুষ গুলো
মুখে তাদের উড়ছে ধূলো
চুকছে পেটের ঋণে,
রোদ বৃষ্টিতে নিত্য পোড়া
মাইনের জন্য পিছু ঘোরা
নিত্য নতুন দিনে।


দিনটা চলে এরূপ করে
শান্তি নাহি আসে ঘরে
খাদ্য চাই যে ছেলে,
সুখের উল্লাস নেই তো কভু
লেগে আছেন দুঃখ তবু
সুখ নাহি তো মেলে।


সংসারের হাল ধরার তরে
খেটে খেটে জীবন ভরে
ভালো থাকার জন্য,
কষ্ট করে গরীব মানুষ
মালিক শ্রেণি ছড়ায় ফানুস
স্ব কে ভাবে ধন্য।


শ্রমে শ্রমে জীবন খানি
শক্ত হয়তো সবাই জানি
অবিশ্রান্ত ঘাম,
কষ্ট নাহি মনে আসে
সুখে দুখে সবাই ভাসে
জীবন এরই নাম।


রচনাকালঃ
৩১/০৭/২০২১
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ