৪+৪/৪+২



বাবা তুমি আমার কাছে
আনন্দ আর হাসি
তোমায় ছাড়া আমি শুধু
নয়ন জলে ভাসি।


ছেলেবেলার ইচ্ছে খুশি
ধরেছি যে বায়না,
বাবা তুমি আমার মনের
স্বচ্ছ কাচের আয়না।  


বাবা তুমি ছিলে আমার
নিত্য খেলার সাথী,  
আঁধার রাতে চলার পথে
চাঁদের মতো বাতি।  


বাবা তুমি সুখের জন্য
খেটেছো যে বেলা,
গায়ের ঘামে হয়েছে যে
জল সাগরে মেলা।


বাবা তুমি আমার কাছে
বৃক্ষের মতো ছায়া,
এই ধরাতে তোমার মতো
নেই যে সুন্দর কায়া।


রচনাকালঃ
২২/০৬/২০২১