৪+৪/৪+২


গরিব যারা দুখী তারা
থাকে পোশাক বিনে,
পকেট ফাঁকা নাহি টাকা
মরে পেটের ঋণে।


শুধু কষ্ট স্বপ্ন নষ্ট
এই না জীবন তরে,
খেটে খেটে জীবন মেটে
শুধু জীবন ভরে।


জীবন পথে রথে রথে
আসে বাঁধা কত,
খাদ্য খাওয়া নাহি পাওয়া
এই জীবনে শত।


গরিব ঘরে জীবন তরে
সুখ না মিলে কভু,
একটু শান্তি শুধু ভ্রান্তি
মিলে না তো তবু।


হাসি তো নাই কষ্ট রে ভাই
এই না জীবন নদে,
দুঃখ আসে কষ্টে ভাসে
জীবন পদে পদে।


রচনাকালঃ
০২/০৮/২০২১