৫+৫/৫+৪


ছোটন সোনা বায়না ধরে
ইস্কুলে সে যাবে তাই
করোনারই দরুন ভাই
ইস্কুল তো খোলা নাই।


ছোটন সোনা চাঁদের কোণা
শিখবে ভাই লেখাপড়া,
ইচ্ছে তার জানবে সে যে
জানা অজানা পুরো ধরা।


মহামারি ও দরুন দেশে
লকডাউন নেই শেষ,
ছোটন সোনা বলে সতত
ইস্কুলে যে যাবো বেশ।


শিক্ষা থেকে ছিটকে গেছে
ধরার সব ভাই শিশু,
বায়না বড় ছোটন সোনা
ঘোরে সতত মোর পিছু।


কৌতূহল যে ছোটন সোনা
জ্ঞানের পথে সে চলবে,
গুরুর সাথে মুখে  মুখেই
পড়া সতত যে বলবে।



রচনাকালঃ
০৮/০৭/২০২১