৬+৬/৬+২


ভবের মেলায় নানান খেলায়
বিভোর আমার প্রাণ,
সকাল দুপুর সুরের নূপুর
মন ছুয়ে যায় গান।


বেশুমার পাপে  হৃদয়টা কাঁপে
বসে নাকো কাজে মন,
ভেবে নাহি পাই  কি করব ভাই
তাহা ভাবি প্রতি ক্ষণ।


মোর আঁখি দুটি সদা আছে ফুটি
অঝোরে ঝরছে জল,
পাপে বোঝা বড় করে জড়সড়
নেই ভালো কোনো ফল।


চলি পথ দিয়ে ভেবে কাঁদে হিয়ে
কিরূপ ধরার খেলা,
শত প্রাণে হাসি তার সাথে বাঁশি
আনন্দ খুশি মেলা।


ধরা মোহে পড়ে ভুল পথ ধরে
পারি দিয়ে ক্ষণ কাল,
আজ মনে জাগে প্রাণ মূল ভাগে
মোর সব ভুলভাল।


রচনাকালঃ
০২/০৮/২০২১