৪+৪/৪+২


শৈশবকালে অনেক মজা
নানা রকম খেলা,
দেখে সবার দিন ফুরাতো
প্রজাপতির মেলা।


ইচ্ছে মতো দৌড়ে চলে
সোনালী সেই দিনে,
স্মৃতির পাতায় নেমন্তন্ন
শুধু মনের ঋণে।


ঘাস ফড়িংয়ের পিছু ছুটে
গেছে কত বেলা,
পড়ার সময় করেছি যে
কত শত হেলা।


লুকিয়ে ওই পাখি ছানা
ধরেছি যে কতো,
সবার মাঝে আমি হলাম
বড় নেতার মতো।


ইচ্ছে খুশি পাশের বাড়ির
ফুল তুলেছে আমি,
শুধু দিতো বকা আমায়
কদমের মা মামি।


রচনাকালঃ
২৬/০৭/২০২১