জীবন চলার এই না পথে
আসে কত বাঁধা,
সুখের উল্লাস দুঃখের কষ্ট
মনের যত কথা।



ললাটের ওই অদৃশ্য লিখন
যায় না কভু বলা,
সুখের সাথে দুখের সাথে
দীর্ঘ পথে চলা।



দিনের পরে দিন যে কাটে
কাটে রে এই জীবন,
তারপরে যে আসে চলে
বিস্বাদ এই মরণ।



ফুল যে ফোটে, পাখি যে গাই
সময় নাহি বসে ভাই রয়,
আজ আছো যে যুবা তাই গো
কালক্রমে যে বৃদ্ধ রে ভাই।



কার খবর ভাইকে রাখে
হাসলেই কি সত্যি,
মানুষ ভালো থাকে।


৬.


বানরের গলায় মুক্তার হার,
তাতে কি বাড়বে রূপের বাহার।
কাকে বলব গো কলাই চোর,
নিজের কাছে আছে ক্রোর ক্রোর।



৭.


স্বার্থে লোভে ছোটে মানুষ
হিতাহিত জ্ঞান নাহি রয়
কোনটি ভালো কোনটি মন্দ
সবই সমান তো কয়।


৮.


দুনিয়ার মোহে পড়ে পথিক
নষ্ট করো না বেলা,
সময় একবার গত হলে
বুঝব সময়ের খেলা।



রচনাকালঃ
০৯/০৪/২০২১