দেখেছি আমি  বাংলার মুখ
দূর হয়েছে আমার সব দুখ
শুনেছি বাংলার বিহগের গান
জুড়েছে আমার অস্থির প্রাণ ।


পেয়েছি আমার মায়ের ভালোবাসা
মিটেছে আমার মনের সব আশা
দেখেছি বাংলার সবুজ শ্যামল প্রকৃতি
ফিরে পেয়েছি আমার চলার গতিটি।


আমার জন্মভূমি ইতিহাস ঐতিহ্যে ভরা
যাকে নিয়ে নানা কবি লেখা নানা ছড়া
আমার দেশকে দেখার জন্য আসে কত পর্যটক
দেখে সৌন্দর্যে ভরা প্রকৃতি থোক থোক ।


রচনাকালঃ
০৮/১২/২০২০