৫+৫/৫+২


মাগো তুমি কি বলতে পারো
করোনা যাবে কবে
মুক্ত ভাবে মানুষ দেশে
নানান বেশে রবে।


শহর খানি ফাঁকা জায়গা
নেই কোথায় কেউ
মাগো আবার আসবে বলে
করোনা দুই ঢেউ।


নেইতো কারো মা মুখে হাসি
সদা মলিন মুখ,
সবার ঘরে নেই অন্ন
পাবে কি তারা সুখ।


হতাশা নিয়ে জীবন চলা
যায় কিরে মা কভু
লক ডাউন দিয়ে শাসন
রোধ করেছে তবু।


মানবতা রে সকল থেকে
গেছে কবে মা চলে,
ছেলেমেয়েরা মাতা পিতাকে
ফেলে নানান ছলে।


রচনাকালঃ
০৩/০৭/২০২১