দৃপ্ত পায়ে যাচ্ছো কোথায়
  একটু দাঁড়াও ভাই,
     কে তুমি?  
এই কথাটির জবাব দিয়ে যাও।
জবাব শুনে, হাসবে না তো
   শোন তাহলে ভাই -
    কে আমি
শুদ্ধ আমি, শান্ত আমি
   ভ্রান্ত আমি নই।


বেলি আমি, টগর আমি
  ফুুলের রাণী নই।
পদ্মা আমি, মেঘনা আমি
   গঙ্গা আমি নই।


তারা আমি, জোনাকি আমি
   আঁধার আমি নই।
আকাশ আমি, বাতাস আমি
    পাতাল আমি নই।


দোয়েল আমি, কোকিল আমি
     কাক আমি নই।
কামার আমি, কুমার আমি
  ভিখারি আমি নই।


দূরান্ত আমি, চলন্ত আমি  
   স্থীর আমি নই।
সিরাজ আমি,মুজিব আমি
জাফর,মোশতাক নই।


দারুণ কাব্য জানে তুমি
ওহে পথিক ভাই,
রসিকতা করে তোমার
পরিচয় দিলে তাই।


যাবো আমি দূর দেশে
ফিরবো সন্ধ্যা বেলা,
হাসবো খেলব গল্প করবো
কাজে নাহি হেলা।


রচনাকালঃ
২৭/০৬/২০২০