কৃত্তিকা ছন্দ ৩+৩ শব্দ
৪ শব্দ


আছে কবি যত - গান লেখে শত
নদী গিরি রূপে শোভা,
নর নারী দেখে -নানা রঙ মেখে
নভে জ্বলে খুব নোভা।


নদী বয়ে চলে -জল কল কলে
পাখি গায় কত গান,
ফুল ফুটে আছে - নানা গাছে গাছে
দেখে ভরে গেছে প্রাণ।


দেখে ভালো ছবি - গান লেখে কবি
লাগে খুব মোর ভালো,
ধরা নব সাজে  - রাতে শুধু বাজে
ঢোল ঢাকে শব্দ আলো।


নানা খেলা করে - পথ খানি ধরে
যাবে চলে ভাই বাড়ি,
মন ছুয়ে যাই - নানা ফুল তাই
কেনে নব নব গাড়ি।


দেখে শেখা তবে - এই না ভবে
মনে হয়ে যাই নদী,
তারে যদি পাই - কিছু নাহি চাই
তাতে জয়ী হই যদি।


রচনাকালঃ
২৪/০৭/২০২১