কবিতার সন্ধানে এসেছি কবিতার দেশে
তাই লিখব না একটি কবিতা,
জন্ম আমার ধন্য হল মাগো দেখে তোমার
প্রকৃতির অপরুপ সেই ছবিটা।


কবিতার সন্ধানে আমি গিয়েছিলাম
কাল যে কৃষাণ পাড়া,
তাড়াতাড়ি করে আসতে আমার
কলম খাতা যে গেল হারা ।


কবিতার সন্ধানে আমি দেখতে গিয়েছিলাম
চন্দ্রবাড়ীর ছোট্ট মেয়ে বিয়ে,
পয়সা না থাকায় কান্নায় কান্নায় ভেঙে পড়ল
মেয়েটির মা বাবার হিয়ে।


কবিতার সন্ধানে আমি কল্পনায় উড়েছি
পাখির সাথে গগন পথ দিয়ে,
সাতদিনের অনাহারে গলায় কলস বেঁধে
ডুবে মরেছে কালার মেয়ে।


কবিতার সন্ধানে আমি গিয়ে মিশেছি
জেলে কামার কুমার চাষার সাথে,
সমাজের উচ্চ মঞ্চের মানুষ ছিলাম তাই
যেতে চাইলে বাঁধা আসে পথে।


কবিতার সন্ধানে আমি গিয়েছিলাম আমি
হিজল অশ্বত্থ বনের কাছে,
চেয়ে দেখি কবিতার পংক্তির মতো  সারি সারি
গাছ দাঁড়িয়ে আছে একে অপরের পাছে।


কবিতার সন্ধানে গিয়ে আমি প্রকৃতির অপরুপ  
সৌন্দর্য দেখে হলাম মুগ্ধ,
কাল যে ধলা মিয়া এক কিশোরীকে
এসিড ছুড়ে করেছে দগ্ধ।


কবিতার সন্ধানে আমি ঘুরছি
দেশ দেশান্তরে,
চলতে হয়েছে আমাকে
লোক লোকান্তরে।



রচনাকালঃ
২৭/০৭/২০২০