থেকো না আর ঘরের কোণে
কাজে লাগাও মন,
কাজে করলে পাবে তুমি
গুপ্ত ওই না ধন।


যত থাকবে তন্দ্রা ঘোরে
কেটে যাবে দিন,
বসে বসে বাড়বে তোমার
নিত্য দিনে ঋণ।


আলসেমি না করে তবে
কাজের খোঁজে চল
যতই হোক সে কাজটা কঠিন
পাবে সুন্দর ফল।


মুক্তা আনতে সাগর জলে
দিতে হবে ডুব,
তা ছাড়া কি মুক্তা পাবে
থাক না যতই রূপ।


ভালো কাজে ভালো ফলের
আশায় থাকে মন,
বসে আর না কাজই খোঁজো
ওই না সারাক্ষণ।


রচনাকালঃ
২৪/০৭/২০২১


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১