আমার এক খন্ড ভূমি ছিলো পাহাড় পাদদেশে
ভূমি ধসে সবিশেষ
খরপরশা জলের তোড়ে
তরুছায়ামসী মাখা বৃষ্টিচ্ছায় অঞ্চল আমার গ্রাম
ভস্মস্তূপে বসে আমার স্ত্রী সন্তানের বুক যায় ভেসে সাশ্রুসজলনয়নে।


আমার স্ত্রী সন্তানের করুন চাহনিতে
নিঃস্বতার নির্জনতা নিংস্বঙ্গতা খুঁজে পাই
ক্ষেত নষ্ট, ফসিল ভূমি নষ্ট আরো নষ্ট আমার সুখের সংসার                                    
ক্ষুরধারার মতো আমার সংসারে বয়ে চলেছে দুখ
আমার সুখ ও দুখ যেন ক্রন্দসী
আসবে কি সুখ -
নাকি আবার পাব দুখ।


যারা ছিলো আমার রাহু        
অর্ঘ্য বিরচন করে সঁপিল পাহাড় পাদদেশে
খুশিতে ।
পবনের তরে ছিলো আমার আশা
নড়বড়ে ছিলো ঘর নেই ভরসা।


শূচিশুদ্ধ পাখি চাতক
খায় না তো কভু নর্দমার জল
আষাঢ় শ্রাবণের প্রতিক্ষায় থাকে
বৃষ্টি হলে খাবে তার একফোঁটা জল।
সব কিছু হারিয়ে শত কষ্টে আছি
চাই না তো কভু কারোর দানের ফল।          
          


রচনাকালঃ
১০-০৪-২০২০