৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


লকডাউনের জন্য দেশে
অভাব এলো নেমে
গরিব লোকের কষ্ট কি ভাই
থাকবে শুধু থেমে।


লকডাউনের খারাপ সময়
জীবনে ভাই কষ্ট,
করোনার যে পুরো মৃন্ময়
সকল স্বপ্ন নষ্ট।


গৃহবন্দী জীবন নিয়ে
সদা বসে ঘরে,
অসহ্য যে সময় হিয়ে
থাকি শুধু পড়ে।


ঘরে বসে একলা মনে
বিষন্ন মন থাকে,
করোনার ওই প্রতিক্ষণে
সবে দূরে রাখে।


লকডাউনের দুখের কথা
বলা যায় না তবে,
একলা বসে প্রাণের ব্যথা
কাকে বলবো কবে।


রচনাকালঃ
০৫/০৭/২০২১