মাগো,তুমি নেই আজ আমার বাড়িতে
অন্নবিহীন উদর অন্ননে হাঁড়িতে
বাড়ি ভরা লোক আজ তোমায় দেখবে
জনম জনমের বন্ধনে শেষ দেখা
কান্নার রোলে মুখরিত যে আজ বাড়ি
বড়ই পাতা গরম জল তোলে হাঁড়ি
মসজিদের খাটিয়া এনে রাখে দোরে
তোমায় নিয়ে যায় ওরা মাটির ঘরে।


মাগো,আর কি হবে দেখা তোমার সনে
মাগো তুমি করব না আমাকে  আদর
দেবে না আর কুড়িয়ে পাওয়া ডালিম
তোমায় বিহীন আমার চলে না দিবা
তুমি নেই তাই মনে পড়ে মা তোমার
স্মৃতি বিস্মৃতি গুলো,তা আমায় কাঁদায় ।



উৎসর্গঃ
(নাসরিন সুলতানা রত্না আন্টির মৃত্যু এবং তার ছেলে তামিম ইকবালকে উৎসর্গ করলাম )


রচনাকালঃ
২৩/০৯/২০২০