ত্রিপদী মহাপয়রা (অক্ষরবৃত্ত): ৯+৯/১১


থাকিতে যে আসিনি ভবে  
চলিয়া যাইব যে তবে
যাইবো ছাড়িয়া রঙ্গের ধরা,
যেইদিন মৃত্যু আসিবে  
কর্মতে  দুনিয়া হাসিবে
স্বজন তো থাকিবে বাড়ি ভরা।


ছাড়িয়া যাইব স্বজন
মৃত্যুদূত নহে আপন
যাইবে না ছড়িয়া মোরে কভু,
রঙ্গের দুনিয়া এ থেকে
যাইবো আমি সবই রেখে
পড়িয়া রহিবে কীর্তিটা তবু।


মানব জীবন এমন
রামধনুকটা যেমন
জীবন নদের সমাপ্তি ভেলা ,
নিখিল দুনিয়ার মাঝে
থাকিবো তো লাশের সাজে  
ভঙ্গ হইবে রঙ্গের এ মেলা ।


জীবন নদের এ তরী
সুখেতে ছিলো শুধু ভরি
ক্যামনে সময় গিয়াছে পারি,
বুঝিতে তো পারিনি আমি
সময়টা যে কত দামী
মৃত্যুর কাছে গেলাম রে হারি।


রচনাকালঃ
০৬/০৮/২০২১