মৃত্যুঞ্জয়ী এক মুজিব
বাংলা নামক মহাকাব্যের অমর কবি
পাকদের হাত থেকে এনে দিয়েছো বাঙালিকে
নয় মাসে বাঙালির বহু কাঙ্ক্ষিত
অপরুপ সৌন্দর্য ভরা বাংলার এমন ছবি ।


মানুষকে ধ্বংস করা যায় কিন্তু
তাঁর আদেশ বা কর্ম ধ্বংস করা যায় না
যার জন্য বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা
দূর হয়েছে সব গ্লানি
বিশ্ব দরবারে  মাথা উঁচু করে
পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে।


যার নেতৃত্বে বাঙালি পেয়েছে ফিরে সকল অধিকার
সফল ভাবে সমাদৃত সকল আন্দোলন সংগ্রাম
যার নেতৃত্ব আর সাহসিকতার জন্য বাংলার মানুষ
ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধ
প্রাণ পাণ লড়াই করে করেছে দেশকে শত্রু মুক্ত
করার জন্য  
তাই মুজিব এক সাহসী নির্ভীক যোদ্ধার নাম  
আর বাঙালির জাতির পিতার নাম
যার মন গগনের চেয়ে বিশাল
যে অন্যায় অবিচারকে দেননি প্রশ্রয়
যিনি ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক প্রতীক  
ফাঁসির মঞ্চে দাড়িয়ে বলেছিলেন
বাঙালি আমার জাতি
বাংলা আমার ভাষা
যিনি বলেছেন
আমি সদা লড়ব অন্যায় অবিচারের বিরুদ্ধে।



রচনাকালঃ
০১/১২/২০২০