হে মুজিব,
জন্ম যদি তোমার না হতো বঙ্গে
বাঙালির সব সোনার স্বপ্ন যেতে ভেঙ্গে।
পেত না বাংলার মানুষ স্বাধীনতা
আজীবন বাঙালিকে থাকতে হতো পরাধীনতার জালে বদ্ধ।


"হে মুজিব,
তুমি মেঘের আড়ালে লুকিয়ে থাকা উজ্জ্বল সূর্য
তোমার কাছে কামার, কুমার,  জেলে, চাষা ছিল সম মর্য
তোমার থেকে কেউই হয়নি নির্যাতিত, লঞ্চিত, আর নিপীড়িত
পেয়েছে বাঙালি মায়া মমতা আর স্নেহ।


"হে মুজিব,  
তুমি তো বাঙালি আদর্শ পথ প্রদর্শক
বাংলার মানুষ তোমার ভক্ত আর সমর্থক।


"হে মুজিব,
তোমার জন্য বাংলার মানুষ নতুন করে বাঁচতে
শত কষ্টের পরে-ও মুখে আছে মলিন হাসি।


"হে মুজিব,
তোমার বলিষ্ঠ কন্ঠস্বর আর সাহসী নেতৃত্ব
বাঙালিকে করেছে প্রাণের সঞ্চার।


"হে মুজিব,
তোমায় দেখে মরা আধ- মরারা নতুন করে বাঁচত চাই
তুমি তো বাঙালি  সাহস  জুগিয়েছে
দেখিয়েছ নতুন করে বাঁচার স্বপ্ন।          


"হে মুজিব,
তুমি আছ বলে বাংলার মানুষ তার অধিকারের
কথা বলে নির্দ্বিধায়।
সন্তান সন্তাদি নিয়ে কেউ নিরাপদে নেই
তবুও তোমার আশায় নতুন নতুন স্বপ্ন দেখে।


"হে মুজিব,
তুমি ক্ষণজন্মা পুরুষ
অনেকের মধ্যে একজন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
বাংলার গর্ব তুমি।        


"হে মুজিব,
যেজন তোমারে মানে না বাংলা নামক ভূখণ্ডের স্থপতি
তার প্রতি শত ধিক্কার
বাংলা নামক দেশে তার বসবাসের নেই কোন অধিকার।


"হে মুজিব,
পরিশেষে বলি তোমায়,
তুমি কবি,
তুমি রাজনীতির কবি
বাংলাদেশ নামক মহাকাব্যের মহাকবি।


"হে মুজিব,
তুমি আছ বাঙালির শিরায় উপশিরায় হৃৎস্পন্দন আর অন্তরে
তোমার জন্ম বঙ্গে হয়ে বাঙালি হয়েছে সন্তরে।        


------------+++
রচনাকালঃ
১৭-০৩-২০২০