৪+৩/৪+৩/৪+২


বাড়ি আমার ভোলা ভাই
মনটা ভীষণ খোলা তাই
বলে আমার চাচা
সবার সাথে মিশে যাই
নিত্য বসে খাবার খাই
জীবনটা তো বাঁচা।


আমার জেলায় হয় খেলা
প্রকৃতির সেই দিন মেলা
নানা জিনিস যত,
দ্বীপে ভাসে ওই ভেলা
ঐতিহাসিক নিজ জেলা
পর্যটক ওই শত।


ঢাকা থেকে অনেক দূর
পাখির আছে মধুর সুর
বিভোর করে প্রাণ,
রাতে ছাড়ায় জোনাক নূর
বনে আছে হাতির শূঁড়
দেখে ধরি গান।


রচনাকালঃ
০৫/০৭/২০২১