মাগো,  ওরা কারা আমার বাড়িতে
ওরা তো আমার আপন জন নয়।
বল মা বল ওরা কারা
ওরা ভীনদেশী।
মা কেন ওরা আমার বাড়িতে এসেছে
ওরা আমাদের কর্ণধার
মা তুমি না বলেছিলে
ওরা আমার ভাইকে মেরেছে
তোমার মুখের কথা কেড়ে নেবার জন্য
কেন মা, কেন?
ওরা তো ফুল ফোটতে  আর পাখিকে
তার মনের সুখে গান গাইতে দেয় না
কেন মা, কেন?
ওরা এমন করে কেন আমাদের তরে বল
ওরা না মা প্রবাহমান নদীকে
তার নিজের গতিতে চলতে দেবে না
বল মা তাই কি কখনো হয়?
মাগো তুমি তো বলেছিলে
ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে
কেন মা এত অত্যাচার নির্যাতন
কেন?              
মাগো তুমি তো বলেছিলে
ওরা আমার সম্পদ লুন্ঠন করেছে
নিধন করেছে আমার বাড়ির কত
জ্ঞানী গুণী আর কত মনীষী
কেন  মা ওরা এমন করে তরে
বল  মা বল -      
মাগো ওরা নাকি বলে
আমার জনম ভিটে কেড়ে  
তোমার কোলে শুয়ে-বসে রুপকথার
লাল পরী আর নীল পরীর গল্প শুনতে দেবে না
বল মা তাই কি কখনো হয়
আমরা তো তা কখনো হতে দিতে পারি না
দেব না মা
দেব না  
মাগো এদেহে যতখন আছে শ্বাস
ততখন রইব আমার বাড়ির পাশ
ভেসে যেতে দেব না মা
আমার ভাইয়ের আত্মাহুতি।


জনকের একটি ভাষণ মা
ফিরে দিয়েছে আমাদের চঞ্চলতা
পায়রা এখন আকাশে পাখা মেলেছে
নেই কো ভয়
গান গায় ঘুরে বেড়ায়
আপন বাড়ির ঠিকানায়।