৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


মেয়ে মানে জনম জনম
কষ্ট দিয় ভরা,
দুখের ভেলা পারি দিলে
একটু সুখ আর খরা।


মেয়ে মানে সংগ্রামী ভাই
মেয়ে লোকই মাতা,
তাদের কথা লেখা নেই ওই
ইতিহাসের পাতা।


মেয়ে মানে সন্তান লালন
এটা ভুল তো কথা,
ছেলে লোকের কাছে মেয়ের
দাম নেই যথা'তথা।


মেয়ে মানে মনের শক্তি
মেয়েরা সবে কবি
মন খুশিতে বসে বসে
আঁকেন কত ছবি।


মেয়ে মানে কারুকার্য
মনোরম সেই ঘরে,
ছেলেরা সব থাকে সেথায়
জনম জনম ধরে।


১০/০৭/২০২১