৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ
পেত্রার্কীয় সনেট
কখখক/কখখক/গঘগঘগঘ


পশ্চাতের দিনগুলো খুব ছিলো ভালো
হেসেখেলে নানা খেলা সারাদিন কাটে,
গিরিপথ দিয়ে বয়ে গেছি কত হাটে;
পশ্চাতের দিনগুলো প্রাণে খুব  আলো।
ইচ্ছে খুশি ঘুরে ফিরে রাগটা যে কালো
পশ্চাতে আছে জীবনে সুখে তো ললাটে
হেনকালে দুখে ভাসে আঁখিজলে পাটে;
নদী তীরে স্নিগ্ধ ভোরে সূর্য প্রভু জ্বালো।


ছেলেবেলা মতো সুখে ক্ষণ কাল নাই
বাবা মায়ের কাছেতে ধরি মর্জি কত,
চেয়েছি যে আমি যা যা পেয়েছি তো তাই
সারা প্রাণ ক্ষণ কাল লেগে থাক শত।
আসিবে না কভু ফিরে অতীত তো ভাই,
করি মোরা বৃথা চেষ্টা প্রাণপণে যত।


রচনাকালঃ
১৩/০৮/২০২১