৬+৬+৬+২ মাত্রা বৃত্ত


আমি তো কলম লিখি মানবের সব বিরহের কথা
যাহা লিখিতে যে আমার হৃদয় কোণে লাগে শুধু ব্যথা।
আমার জন্ম ইতিহাস হেন গরবের নয় ভাই,
আমাকে মানুষ প্রয়োজন ছাড়া ব্যবহার করে নাই।


আমি তো সবার কথাই লিখেছি স্ব কিছুই লিখি নাই
ভেবেছি লিখবো নিজের কথাই মন অভিলাষে তাই।
আমাকে দিয়ে যে কবিরা কবিতা লেখেন কত না কত
সে কবিতা খানি শ্রবণে সবার মনে খুশি শত শত।


আধুনিক এই সভ্যতারই  যুগে মোর কৃতি ভালো
জ্ঞান আহরণ পথ হলো ভাই ধরার জন্য আলো।
আমি থাকি সদা জ্ঞানী গুণী আর বিজ্ঞ জনের কাছে,
বিচারক রায় লেখার জন্য আমায় ধরেই আছে।


আমাকে দিয়ে যে প্রশ্নে জবাব লেখেন স্কুলে বয়
অযত্নে থাকি আমার কথা যে কেউ আর নাহি কয়।
আমি অত্যন্ত ভাষাহীন ভাবে জীবন দিলাম পারি
আমার জীবন কালি শেষ হলে ডাস্টবিন যে বাড়ি।


আমি আজ নিজ জীবনের কথা ভাবতে ভাবতে ফাঁদে
কি আমি লিখিনি যে কথা ভাবিতে হৃদয় আমার কাঁদে।
সুখের বচন দুখের কথন লিখেছি পরের ভাষা,
আমার জীবনে অভিলাষ ছিলো লিখবো আপন আশা।



রচনাকালঃ
১৪/০৭/২০২১