৪+৪/৪+২


প্রবাস জীবন কষ্টের জীবন
সকলে ভাই জানে,
আপনজনকে দূরে  থাকে
কষ্ট লাগে প্রাণে।


প্রবাস জীবন মায়ের কথা
বেশি পড়ে মনে,
মায়ের কথা দিবানিশি
ভাবি ক্ষণে ক্ষণে।


মায়ের সাথে হাসি মজা
হয় না ক'দিন ধরে,
একলা আমি পড়ে আছি
প্রবাস জীবন তরে।


স্বজনের ওই কথা মনে
আঁখি ভেজে জলে,
তাদের আদর তাদের সোহাগ
স্মৃতির পাতার তলে।


ইচ্ছে করে তাদের কাছে
ইচ্ছে খুশি বসি,
তাদের কাছে গল্প শুনবো
তারা রবি শশী।


রচনাকালঃ
৩১/০৭/২০২১