৪+৪/৪+২


পুরুষ জীবন অতি কঠিন
নয়'রে এ-তো সোজা,
বাঁচতে হবে যুদ্ধ করে
পিঠে নিয়ে বোঝা।


পুরুষ জীবন নিরব দুঃখ
অতি সরল তবে,
যুদ্ধে যুদ্ধে ক্লান্ত ডানা
বুঝবে তা ভাই কবে।


পুরুষ জীবন কষ্টের নদী
সতত বয়ে চলে,
দুখে থেকে সুখের কথা
হাসি মুখে বলে।


সংসার ভীষণ পুরুষ মানুষ
কষ্ট করে গড়ে,
দিবানিশি কাজের দরুন
সভ্য জীবন ধরে।


রোদ্দুর বৃষ্টি ভিজে পুড়ে
দিবস কাটে ভালো,
পশ্চাতে যে দিন গেছে ভাই
শুধু শুধুই কালো।



রচনাকালঃ
০৮/০৭/২০২১