৪+৪/৪+২


পাঠক রে ভাই যাচ্ছে কমে
মুঠোফোনের প্রেমে
তা বলে কি কবির কলম
থাকবে রে ওই থেমে।


থামবে না'রে কবির কলম
বই যদি না পড়ে
টেলিভিশন মুঠোফোন ওই
সবার ঘরে ঘরে।


মুঠোফোনের প্রেমে পড়ে
পাঠক গেছে কমে
আস্তে আস্তে ধরার বুকে
আঁধার আসবে জমে।


জ্ঞানে আলো অতি ভালো
বই পড়ে ভাই সবে
নইলে তোমরা অজ্ঞ হবে
পিছে পড়ে রবে।


ভালো জ্ঞানের উৎস হলো
বই, তা সবাই জানে
বই পড়ার ওই কথা জ্ঞানীর
কারা এত মানে।


রচনাকালঃ
০৫/০৭/২০২১