বাংলা আমার মায়ের ভাষা
জনম থেকে জানি,
জোর করে চেপে দিতে ছিলো পাকিস্তানিরা
বাঙালির উপর উর্দু ভাষা খানি ।    


না,না, ধ্বনি প্রতিধ্বনি আসলো
বাংলার রাজপথ থেকে,
রফিক শফিক সালামেরা
বসে ঘাড়ে বেঁকে।


সেই প্রতিশোধ নিতে ওরা
চালায় মেশিন গান,
সংশপ্তক ছিলেন বলে
ভাষার জন্য দিয়ে গেল প্রাণ।


কামার কুমার জেলে চাষা
তাদের আছে বুকে আশা,
রক্তের দামে কেনা ভাষা
বাংলা আমার মায়ের  হাসা।                


-------------
রচনাকালঃ
১৩-০৩-২০২০


উৎসর্গঃ
(ভাষা শহিদের)