৪+৪/৪+২


মানুষ ছুটছে স্বার্থে পিছু
এই না ধরার বুকে,
পাপের টাকায় সবি করে
থাকতে চাই যে সুখে।


পাপের ফলে নষ্ট ধরা
লোভী হলে পাপী,
স্বার্থের পিছু হাটে তারা
চায় না'তো ভাই মাফি।


আপন স্বার্থের জন্য মানুষ
খুন সংঘাতে মাতে,
মৃত্যু হলে যেতে হবে  
শুধুই খালি হাতে।


কিসের জন্য স্বার্থের পিছু
পাগল হয়ে ঘোরো,
ভালো মন্দের ভালো জ্ঞানে
ভালো পথটি ধরো।


আপন কথা আপন স্বার্থ
সতত ভাবো তুমি,
তোমার চাওয়া পুরো ধরার
যতো আছে ভুমি।


রচনাকালঃ
১৪/০৭/২০২১