৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ


বিরহ অনলে দগ্ধ ভুল নাহি করি
অন্যায়ের পথ ছেড়ে সঠিকটা ধরি।
শেষ বিচারের দিনে ক্ষমা করো মোরে
নিত্য প্রভাতে প্রার্থনা বিধাতার দোরে।


পুলসিরাত কেমনে হবো তবে পার
যা হীরার চাহিতে যে অতি সূক্ষ্ম ধার।
প্রভুর হুকুম মতো চলি তবে ভাই
প্রভুর মতো দরদী আর কেউ নাই।


সকল কাজে'তে মানি প্রভুর বিধান
তাতে সহজ হবে যে আমার মিযান।
প্রভুর খুশিতে স্বর্গ করি তারই কাজ
প্রভুর কাজে তে তবে নাই কোনো লাজ।


রোজা হজ্জ যাকাত তো করি ঠিক মতো
না হলে শাস্তিই পাবো পরকালে শত।
নবীর আদর্শ মেনে চলি ধরা বুকে
ইহকাল পরকালে থাকবো যে সুখে।


হে,প্রভু পাপে পাপেই জরাজীর্ণ আমি
ক্ষমা করো ক্ষমা করো তবে অন্তর্যামী
দিয়ো না আমারে কষ্ট পরকালে তবে
অনুতাপে দগ্ধ হয়ে চলি এই ভবে।


রচনাকালঃ
১০/০৮/২০২১