৪+৪/৪+২


নিত্যক্ষণে পড়তে বুড়ির
লাগে না তো ভালো,
পড়ার কথা বললে মায়ে
মুখটা হয় যে কালো।


বুড়ির ইচ্ছে সারাবেলা
করতে চাই যে খেলা,
মন খুশিতে চড়বে বুড়ি
নদীর ওই না ভেলা।


মায়ের কাছে বলে বুড়ি
কঠিন লাগে পড়া,
আজে বাজে কথা বলে
বলে নানা ছড়া।


মায়ের ইচ্ছে খেলার ছলে
নেবে বুড়ি শিক্ষা,
নানা কাজে বুড়িকে যে
দেবো দেবোই  দীক্ষা।


পড়াশোনা হীন জীবনে
যায় না চলা কভু,
তাই তো আমি বুড়িকে যে
শিক্ষা দেবো তবু।


রচনাকালঃ
২০/০৮/২০২১