নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
সন্ধ্যাবেলা নদীর পাড়ে
রবি শশীর খেলা।


কাশফুলটা ফোটে রে ওই
নদীর চরে তবে,
শরৎ হলো ঋতুর রাণী
নিখিল এই ভবে।


শরৎকালে নানা রঙের
মেঘের ভেলা ভাসে,
ফুলের ঘ্রাণে নিত্যক্ষণে
প্রজাপতিরা আসে।


হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকেই পড়ে,
রোজ প্রভাতে শিউলি ফুল
ডালটা থেকে ঝরে।


শরৎকালে নরম বায়ু
মনটা কাড়ে ভাই
এরূপ ঋতু ধরার বুকে
অন্য কোথা নাই।


রচনাকালঃ
২১/০৮/২০২১