৪+৪/৪+১


শ্রাবণের ওই বারিধারা
আশায় থাকে মন,
প্রেমের জোয়ার আসে মনে
যেতে পুষ্প বন।


ভ্রমরের গুন গুণ দেখে তো
মনে জাগে প্রেম,
বারিধারা লাগি পদ্মা নদীর
পলিতে পড়ে হেম।


পদ্মা নদীর প্রেমে পড়ে
সময় গেছে সেই,
তুমি আমার কাছে ছিলে
আজি বুঝি নেই।


শ্রাবণের ওই রিমঝিম রিমঝিম
শব্দ মধুর গান,
প্রেমের কথা প্রেমিক বলে
জুড়ায় মন আর প্রাণ।


স্নান করে তরুলতা
শ্রাবণের ওই ঢল,
প্রেমে ব্যর্থ হলে পারে
থাকে না তার ফল।



রচনাকালঃ
১৩/০৭/২০২১