আমি যখন ছোট ছিলাম
ছিলাম বাবার কোলে!
বড় যেই আমি হইলাম
বাবাকে গেলাম ভূলে!


খোকা খোকা করে যখন
ডাকে বাবা আমায়!
দেয়নী মোটেও সাড়া আমি,,


আমি তখন
বন্ধু ডাকে হয়ে  দিশাহারা!!


আজকে আমি বুঝলাম বাবা,
বাবা মানে কি,  রোদ্র দিনের ছায়া তুমি
বট বৃক্ষের মতো,??


বৃষ্টি দিনে ছাতা মাতায় রাখো অভিরত.!!
বাবা আমি ভুলবো না গো..,?
তোমার ঘামের ঘ্রাণ!!


বাবা তুমি ভুল বুঝো না, তোমার বড় ছেলে কে.?
তোমার ছেলে আজ সৈনিক হয়েছে তোমার আর্দশে.!!


উৎসর্গঃ বাবা