তারিখঃ৩০/১০/২৩
সময়ঃরাত ২.০০ ঘঠিকা


ওরে মোর চাঁদের কণা,
তোমার রূপের বাহার জানা।
আসবে কবে নীলের দ্বারে।


তুমি রও কল্পনাতে সকাল সাজে,
কবিতায় প্রনয় আসে ডঙ্কা বাজে।
তুমি মোর ভিঞ্ছির আঁকা মোনালিসা,
তুমি মোর হারকিউলিসের রূপ  কথা।
কেন হায় মনের মাঝে তাহার নামের সুর ওঠে,
কেন হায় প্রহর গুনি গল্প শুনবো তার মিষ্টি ঠোঁটে।
কবে ঐ মাতাল হাওয়া দেখবো আমি তোমার সাথে,
কবে ঐ মাতাল হাওয়ায় রাখবো যে হাত তোমার হাতে।


ওরে মোর চাঁদের কণা,
তোমার রূপের বাহার জানা।
আসবে কবে রকির দ্বারে।


তুমি মোর স্বাপ্নে আসো পাশে বসো মৃদু কায়ায়,
আমি নরম স্পর্শ দেই তোমার ছায়ায়,
কখনও সংকা আসে দেখি না তো মুখের মায়া।
তুমি মোর চাঁদের কণা ঝড়ো তুমি আধার রাতে,
মধ্য রাতে আসো তুমি থাকতে পাশে।
তোমায় নিয়ে পাড়ি দিবো যুগান্তরের ঘূর্ণি পাকে,
সভ্যতা সব ছাপিয়ে যাবো পরি যত ঝঞ্ঝা বাকে।


ওরে মোর চাঁদের কণা,
তোমার রূপের বাহার জানা।
আসবে কবে রকির ঘরে।


তুমি মোর সদ্য ফোঁটা পদ্ম যে ফুল,
তুমি মোর ষোলো বছরের একটি যে ভুল।
তুমি মোর নিয়ণ আলোর বাতি যে ঐ,
কখনও নাচি আমি তাথৈ তাথৈ।
তুমি মোর সকাল বেলার সচ্ছ আকাশ,
তুমি মোর বিকাল বেলার মিষ্টি বাতাস।
তুমি মোর তীব্র খরার নির্জন দুপুর,
আমি চাই হৃদয় মাঝে বাজুক নুপুর।
ওরে ও মৃণালিনী তোমায় আমি ভীষণ চিনি,
তোমার নামের বেনামি এক গান শুনি।


ওরে মোর চাঁদের কণা,
তোমার রূপের বাহার জানা।
আসবে কবে নীলের দ্বারে।


উৎসর্গঃ 𝄟≛⃝♡প্রিয় জন 🥰