দুর্দমনীয় সাতান্ন
নবীণ সৈনিক:-জাহাঙ্গীর আলম রকি
১৭ ডিসেম্বর ২০২৩


আমি নজরুলের কলমে বিদ্রহী হতে পারি নাই,
আমি কবি নই!তবে যুদ্ধে এসেছি ঘর ছাড়া হয়ে।
আমি মা থেকে দূরে মাতৃভূমি রক্ষায়
এক বীর সৈনিক হতে এসেছি।


আমার লক্ষ্য পাহাড় বেদ করে ওই নক্ষত্র ডিঙিয়ে।
আমার স্বপ্ন সবার মতো হইহট্টগোল করা  নয়,
অদম্য সাতান্ন সৈনিক হয়ে পাহাড়ের চূড়ায় দাড়িয়ে আমার মা মাটির মানুষ ও মাতৃভূমি রক্ষায় প্রত্যক্ষ সাক্ষী হতে চাই।


আমার পরিচয় হয় রোজ, তরুলতা নেয় আমার খুঁজ
আমি মহালছড়ির প্রান্তবনে জিরিয়ে যুদ্ধ করি নিত্য ।
কিচিরমিচির শব্দ শুনি কু-ঝিকঝিক রৌদ্র পোড়ায়
আমার শক্তি আমার সঞ্চয় দুর্দমনীয় এক সৈনিক আমি।


আমার শক্তি আমার অজেয় মনোবল
আমি পরাজয় স্মরিয়া করি না কভু ডর,
নিত্য মরি নিত্য বাঁচি দেশের তরে শক্তি সঞ্জয়
ফের ফিরা হবে না জানি মা তুমার আঙিনায়।


অদম্য সাতান্ন ক্যাম্প আমার বসত বাড়ি ঘর
ভাই,বন্ধু প্রীতি স্বজন হারিয়ে পেয়েছি আবার
আমার অদম্য সাতান্ন আমার পরিবার।
পদাতিক সেনাদল আছে যত স্যার গুনীজন সবাই প্রিয়জন।


উৎসর্গঃ ৫৭ ই-বেঙ্গল