"মানবতার ছুটি"
২৮.১০.২০২১ ইং।


মানবতা, তোমায় দিলাম
চিরকালের ছুটি;
তোমার চেয়ে শক্তিশালী
দুষ্টু লোকের খুটি।


মানবতা আছে এখন
গল্প উপন্যাসে,
মানুষ মেরে হত্যাকারী
লাশের পাশে হাসে!


লাশের উপর হত্যাকারীর
নগ্ন নাচানাচি;
দৃশ্য দেখে প্রশ্ন জাগে
মানুষ কি আর আছি?


এর প্রতিবাদ করতে গিয়ে
আরো মানুষ মরে,
দিনে রাতে হামলা চলে
প্রতিবাদীর ঘরে।


কেবল তারা ভালো থাকে,
মুখে যাদের তালা;
তাদের বিবেক বুদ্ধি এখন
হয়েছে সীল গালা।


তারা মানুষ তবে তাদের
মানবতা নাই,
স্বার্থে অন্ধ এসব মানুষ
দেখে না বাপ ভাই।


অবাক লাগে! এরাও মানুষ,
লজ্জা লাগে সাথে;
এদের সামনে কাগজ আছে,
কলম আছে হাতে।


কলম দিয়ে লিখে তারা
লাশের অপবাদ,
হত্যাকারী সহজ সরল
নেইকো অপরাধ!


আত্মরক্ষা করতে গিয়ে
এমন হত্যা করা,
এই খবরে লজ্জা পেলো
পুরো বসুন্ধরা।


লজ্জা শুধু পায়নি যাদের
বিবেক গিয়েছে টুটি!
মানবতা, তোমায় দিলাম
চিরকালের ছুটি।