কোথায় তুমি,
কোথায় আছো।
ভালো থেকো,
ভালো রেখো সহচর পরিবার।
তোমার অপেক্ষায় আছি।
অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ।
পুনঃপুন হৃদয় ভেঙেছি,
কত বার পেয়েছি লঘু বেদনা।
ভুল পাখিদের রুপে হয়েছিলাম
রোমাঞ্চিত।
নিশাচর হয়ে সক্রিয় হই,
বয়স পেরিয়ে গেলো বলে।
তোমার ঠিকানা কই,
কে বলবে তুমি কই।
কে পরাবে তোমাকে মোর
গলায়।
তোমাকে পড়াবো বলে রেখেছি
গেথে বকুল ফুল।
কর্ন কুহরে দিবো ছন্দের ঝঙ্কার
বলে,
রিখেছি কবিতার বাহার।
ভালো থেকো,
ভালো রেখো পরিবার সহচর।
এখন বড়োই বিক্ষিপ্ত মোন,
যদি ঝুলতে আমার গলায়,
তবে কেন্দ্রীভূত করতাম মোন খানি।
যৌবনে চিত্ত কেন্দ্রীভূত করার
উপায় টানা পড়েনের বন্ধন।
বিনি সুতার বন্ধন।
বিক্ষিপ্ত মোন কেন্দ্রীভূত করার
এটাই চিকিৎসা।
হে আমার হবু জীবন পথের
সঙ্গী।
তোমার জন্য লিখি রাখি আত্ন
কথা।
অভিমান পাগলামি গুলো
হারিয়ে ফেলো না,
জমিয়ে রেখো হৃদয়ের কুঠিরে।
খুনসুটি অভিমান বিহীন  ও
জীবন দ্যর্থবোধক।
তোমার জন্য আগমনি শুভেচ্ছা,
বেনামি ঠিকানায় পাঠিয়েছি।
পৌছাবে না তোমার কর্ন রন্ধ্রে।
চলে যাক আকাশের ঠিকানায়।
তোমার আগমনিতে যেনো,
বরন বর্ষিত হয়।
তোমার অপেক্ষায় জুবু,
হৃদয় রয়েছে উর্বর।
রেখো নিকোশ ঘন কালো
কুন্তল,
রেখো কাজল কালো আত্মঘাতী
চোখ।
রেখো কথার জাদুতে মন্ত্রমুগ্ধের
ক্ষমতা।


উৎসর্গ :𝄟≛⃝♡ ࿐প্রিয় 🐦 𓆪ꪾ𝄟≛