এই জগতের যত আছে অনিয়ম,
কত নিয়ম ভাঙানো যত অনিয়ম।
কখনও হবে না তো সব মুছা,
কিছু অনিয়ম রয়ে যায় আলগোছা।
যে আছে যেমন তাকে থাকতে দাও,
সে নিজেকে নিজের মতো সাজিয়ে নেবে।
ঐ ব্যস্ত পাখির পিছে না ছুটে,
ঐ দরিয়া থেকে পাড়ে ফিরো হেটে।
তব মানুষকে ভুলে বোকা ভেবো না,
না না না।
না না না।
এই শহরের বুকে যত গল্প আছে,
তার সব গল্পের মাঝে প্রান আছে।
আর কিছু গল্প যায় না বলা,
না না না।
না না না।
তাই ভেবো না সব কিছু অনুকুলে,
মোনের যত কথা আছে দিবো বলে।
সব কথা সব খানে বলতে নেই,
রাজার দোষ দরবারে বলতে নেই।
সেই বেকারের কাছে চাকরির কথা,
আর ট্রাফিকের কাছে সৃঙ্খলার কথা।
যার সবার জুতো জোড়া খয়ে যায়,
তার অভিযোগ গুলো ঘামে রয়ে যায়।
ঐ কুলির কাছে বংশের পরিচয়,
ঐ বাসের মামাদের হুমকি নয়।
না না না,
না না না।
যে আছে যেমন তাকে থাকতে দাও,
সে নিজেকে নিজের মতো গুছিয়ে নেবে।
ঐ বন্ধু স্বজনের আড্ডাতে,
চায়ের কাপে কত ঝড় উঠে।
ঝড় গুলো সব তুমি সামলে নাও,
তর্কের শেষে প্রেম ছড়িয়ে দাও।
বন্ধুর ঝগড়াতে কেদো না,
ঐ পাগলাদের ভুলে তুমিযেও না।
না না না,
না না না।
এই বন্ধুর বন্ধন এক দিনের নয়,
এই বন্ধু তিলোত্তমা কাব্য হয়।
ঝগড়া রাগারাগি সব আছে,
কার যুক্তিতে ওরে কে জিতে।
এক দিন মনে হবে এই দিনে,
মিসকি হেসে সব উড়িয়ে দিবে।
ঐ সোহেলের যুক্তিতে সেই সেরা,
আর কবির তর্কে কবিই সেরা।
আর সাকিবের যত ওরে আতলামি,
আনছারির যত আছে মাতলামি।
এই গল্পগুলো যাবে নাতো ভোলা।
না না না,
না না না।


উৎসর্গঃ প্রিয়🐦💔